স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৫ জনসহ ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার আকবর হোসেনের সাথে একই এলাকার সোবহান মিয়ার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল উভয় পক্ষের দুই শিশু গরু নিয়ে মাঠে খেলা করার সময় ঝগড়া করে। এর জেরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ তোফাজ্জল মিয়া, ছালেক মিয়া, কামাল হোসেনসহ সফর আলী, তানিয়া বেগম, তোরাব আলী, শরীফ উদ্দিন, ছালেক মিয়া, কবির হোসেন, আশিকুর রহমান, মতলিব হোসেন, মিন্টু মিয়া, তৈয়ব আলী, কামরুল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কামরুল, তোফাজ্জল ও সফর উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন।