প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার শাহ জালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মীরপুর দাখিল মাদ্রাসা, আব্দুল মুনিম চৌধুরী বাবু চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্থর স্থাপন, ধুলিখাল রোড হইতে চন্দ্রছড়ি পর্যন্ত ১ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা পৃথক পৃথক ভাবে ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন করলেন। গতকাল সোমবার দিনব্যাপী ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া খানম, জেলা পরিষদ সদস্য অলিউর রহমান সাহেদ, মীরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন লিয়াকত, পুটিজুরী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাহ মাহবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মখছুদ আলী মেম্বার, সাধারন সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ঈমান আলী, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আব্দুল গফ্ফার মিলাদ, মীরপুর ইউনিয়ন জাপার সভাপতি হাজী জহিরুল হক, ভাদেশ্বর ইউনিয়ন জাপার সভাপতি আমির উল্ল্যা, অধ্যক্ষ এটি এম রেজাউল করিম,মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল আহাদ তালুকদার, হাজী জহিরুল হক, মামুন মিয়া, শাহাজাহান মিয়া, ফারুক মিয়া তালুকদার, উপজেলা যুব সংহতির সভাপতি আব্দুল হাই, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক দুলাল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, ছাত্রসমাজ নেতা কুতুবুর বাসার, সৈয়দ মওদুদ, আলী আহমদ, রিপন মিয়া, শিপন মিয়া প্রমূখ।