নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এক সেলুন ব্যবসায়ী কর্তৃক পত্রিকা বিক্রেতাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার পত্রিকা বিক্রেতা মোঃ ইমন মিয়া (১৭) কে আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, নবীগঞ্জের বাউসা ইউনিয়নের বদরদি গ্রামের মৃত মোঃ আলী হোসেন এর পুত্র মোঃ ইমন মিয়া কয়েক বছর যাবত ইনাতগঞ্জ ও রানীগঞ্জ এলাকায় পত্রিকা বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিতায় সে প্রতিদিনের ন্যায় গত রবিবার ইনাতগঞ্জ বাজারের মদিনা মার্কেটে পত্রিকা বিক্রি করতে গেলে তন্নি হেয়ার ড্রেসার এর মালিক সমিরন চন্দ্র তার কাছ থেকে ২ টাকা দামের একটি পত্রিকা (দৈনিক হবিগঞ্জ সময়) নেন। ভাংতি না থাকায় টাকা পরে দেবেন বলেন। গতকাল রবিবার পরে বিকেল অনুমান সাড়ে ৫ টায় সে পত্রিকার টাকা চাইলে সমীরণ চন্দ্র তাকে কোন কিছু বুঝে উঠার আগে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের প্রতিবাদ করায় এক পর্যায়ে ইমনকে মাটিতে ফেলে নির্যাতন করে। এ সময় সমীরণ চন্দ্র হুমকি দেয় যদি ইনাতগঞ্জে পত্রিকা বিক্রয় করে তাহলে তাকে প্রতিদিন একটি পত্রিকা বিনা টাকায় দিতে হবে, না দিলে তাকে মেরে হাত-পা ভেঙ্গে খুন করে ফেলবে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন থাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করান। এ ঘটনায় গতকাল রাতে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।