বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জামায়াত নেতা হাফিজুর রহমান মাসুককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ নভেম্বর) দুপুরে জামায়াত নিয়ন্ত্রিত শিক্ষা প্রতষ্ঠান মিরপুর ব্লু বার্ড স্কুল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জামায়াত নেতা মিরপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। থানার এএসআই শহিদুল হক জানান, দেশে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্পোরক আইনে মামলা রয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।