স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিস্কাশনের দাবীতে আগামী ৭ এপ্রিল মানববন্ধন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭ টায় শহরের হরিপুর আবাসিক এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাজী রমিজ আলীর সভাপতিত্বে ও মঞ্জুর উদ্দিন মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট আশরাফ উদ্দিন তরফদার, এডভোকেট আতাউর রহমান, হাজী চাঁন মিয়া, আকলু চৌধুরী, সাইদুর রহমান, কাউছার মাহমুদ, মোঃ আহসানুল হক সুজা, রাসেল চৌধুরী, সৈয়দ মুশফিক আহমেদ, হাসবি সাঈদ চৌধুরী, রুবেল আহমেদ, আব্দুর রকিব রনি, আব্দুল খালেক, আব্দুল হক, ছত্তার মিয়া, হাজী ফিরোজ আলী, আইয়ূব আলী, জাহাঙ্গীর আলম প্রমূখ।
উল্লেখ্য, পুরাতন খোয়াই নদী রক্ষা ও শহরের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা দূরীকরণের দাবীতে আগামী ৭ এপ্রিল সকাল ১০টায় আরডি হল সংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনসাধারণকে সক্রিয় ভাবে অংশ গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে “পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিস্কাশন সংগ্রাম কমিটি”।