প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের দি রোজেস শিশু-কিশোর বিদ্যালয়ে মাদার কর্নার নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ মাদার কর্নার ভবন নির্মাণ কাজের প্রাথমিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর অর্পনা পাল, দি রোজেস শিশু-কিশোর বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমত আরা বেগম, সহকারী প্রকৌশলী নিরূপম দেব, উপ-সহকারী প্রকৌশলী দিলীপ দত্ত, প্রকৌশলী বিশ্বজিৎ পাল, দি রোজেস শিশু-কিশোর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, হবিগঞ্জ পৌরসভা ইতিপূর্বে বিয়াম ল্যাবরেটরি স্কুলে একটি মাদার কর্নার নির্মাণ করেছে। পৌরসভার এ উদ্যোগ দেশের বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তিনি বলেন পৌরসভা পুরুষের পাশাপাশি নারীদের জন্য সুযোগ সৃষ্টির নানা উদ্যোগ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে।
উল্লেখ্য, সম্প্রতি দি রোজেস শিশু-কিশোর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে বিদ্যালয় প্রাঙ্গনে একটি মাদার কর্নার নির্মাণের জন্য পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের কাছে অনুরোধ জানান। এ অনুরোধের প্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভা সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে একাধিক বাথরুম, ড্রেসিং রুমসহ মাদার কর্নার নির্মাণ কাজ শুরু করে। একমাসের মধ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে মাদার কর্নার নির্মাণকাজ শেষ হবে বলে জানায় পৌরকর্তৃপক্ষ। এর আগে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মাদার কর্নার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে।