স্টাফ রিপোর্টার ॥ সড়ক দূর্ঘটনায় আহত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে দেখতে গিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় মেয়র জি কে গউছ আহত গোলাম মোস্তফা রফিকের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং কিছু সময় তার শয্যা পাশে অবস্থান করেন। দ্রুত সময়ের মধ্যে সুস্থ্য হয়ে তার পরিবারের মাঝে ফিরে যাবেন এমনটাই প্রত্যাশা করেন মেয়র জি কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক।