রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

আলা হযরত ছিলেন মুসলিম মিল্লাতের পথ প্রদর্শক-দা’ওয়াতে ইসলামী

  • আপডেট টাইম রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চতুর্দশ শতাব্দির মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ব্রেরলভি ছিলেন সত্য মিথ্যার দ্বন্ধে লিপ্ত দিশেহারা মুসলিম মিল্লাতের পথ প্রদর্শক। ভারতবর্ষের উজ্জ্বল এক আলোক বর্তিকা ও খাঁটি আশেকে রাসুল (সাঃ)। ইসলামের নামে বিভ্রান্তিকারী মুনাফিকদের কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দিয়ে প্রতিহত করে মুসলিম মিল্লাতের ঈমান ও আকিদার হেফাজত করেছিলেন। তার ক্ষুরধার লিখনি কেয়ামত পর্যন্ত মুসলমানদের ইসলামের সঠিক পথে থাকার পাথেয় হিসেবে কাজ করবে।
গত ২ নভেম্বর হবিগঞ্জ নতুন পৌরসভা মাঠে ১শ তম ওরশে আ’লা হযরত এর স্মরণে ইজতেমায় জিকর ও নাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দাওয়াতে ইসলামীর মোবাল্লীগ মোহাম্মদ জাহিদ আত্তারী।
তিনি বলেন, ভারতবর্ষে যখন আকবর নামে এক খোদা দ্রোহী ইসলাম বিরোধী বাদশার আবির্ভাব ঘটে তখন আল্লাহ পাক মুজাদ্দেদে আলফেসানির মত মহান অলিয়ে কামিলকে পাঠিয়ে ইমানদের হেফাজত করেছিলেন। এমনিভাবে ইংরেজ শাসন আমলে ভারতবর্ষে যখন অমুসলিমদের ষড়যন্ত্রে মুনাফিকরা ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলো, বিশেষ করে আশেকে রাসুলদের উপর জুলুম নির্যাতন চলছিল তখনই আলা হযরত ইমাম আহমদ রেজা (রহঃ) এর আগমণ ঘটে।
দা’ওয়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম আত্তারীর সভাপতিত্বে ইজতেমায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সভাপতি মুহাম্মদ আলফেসানী আত্তারী।
বক্তারা বলেন, ইমাম হোসাইন (রাঃ) এর উত্তরসূরী হয়ে আলা হযরত সত্য প্রতিষ্ঠায় রক্তচুক্ষুকে কখনো ভয় করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালবাসা কিভাবে অর্জন করতে হয় তা আমাদের শিখিয়েছেন। বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী আলা হযরতের (রহঃ) দর্শন এর উপর সু-প্রতিষ্ঠিত। সংগঠনটি সারাদেশে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com