প্রেস বিজ্ঞপ্তি ॥ পূবালী ব্যাংক লিঃ টাউন মসজিদ রোড শাখার ঋণ গ্রহীতা মেসার্স অক্ষয় রায়কে গত ১লা নভেম্বর বৃহস্পতিবার অগ্নি বীমা বাবদ ১ লাখ একশত টাকা চেক হস্তান্তর করেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর হবিগঞ্জ শাখার ডি ডি এম আলহাজ্ব হারুনুর রহিম রুপজ। এতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক টাউন মসজিদ রোড শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মঞ্জুর ও সিনিয়র অফিসার মোঃ সাজ্জাদ হোসেন তুহিন।