স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে ৪ বছরের শিশু কন্যার ধর্ষণের ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে, মামলায় একজন আরেকজনকে ফাঁসানোর জন্য নাটক শুরু করেছে। গতকাল শনিবার ওই শিশুর ডাক্তারী পরীক্ষা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কামাল মিয়ার ৪ বছরের শিশু কন্যাকে একই গ্রামের মৃত আজগর আলীর পুত্র রিপন মিয়া নামের এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। তবে এ বিষয়টি গ্রামের অনেকেই বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাসানোর জন্য এমনটা করা হয়েছে বলে গ্রামের অনেকেই মনে করছেন। জানা গেছে, ওই শিশুর পিতা কামাল মিয়ার প্রকৃত বাড়ি উপজেলার ভুগলি গ্রামে। সে কয়েক বছর ধরে ওই গ্রামে তার ফুফুর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছে এবং তার বাড়ি নিয়ে প্রতিপক্ষের সাথে রিপনের ভাই কামালের ফুফা আবুল হোসেনের বিরোধ ও মামলা চলে আসছে। এছাড়া আবুল হোসেনের ছেলে জাঙ্গাগীর আলম টিপু চুনারুঘাটের গঙ্গানগর গ্রামে মিরপুর কলেজের এক ছাত্রীকে ভালোবেসে বিয়ে করে। তাকে নিয়ে ঘর সংসার করা অবস্থায় টিপু পুটিজুরী ইউনিয়নের জনৈক ফারুক মিয়ার কন্যাকে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করে। এর জের ধরে প্রথম স্ত্রীর দায়েরকৃত মামলায় টিপুকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এ মামলার বিষয়টি নিয়েও আবুল হোসেন তার বাড়ির প্রতিপক্ষকে দায়ী করে আসছে। যার কারণে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে বলে এলাকাবাসী মনে করেন।