স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়ের আমুরোড এলাকা থেকে জুনেদ মিয়া (২৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতরাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের এসআই দেবাশিষ দাস। সে চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ মিয়ার পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি (দক্ষিণ) মোঃ মানিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।