স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুমড়িগ্রামে নিহার আক্তার (১৪) নামের এক মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ছিদ্দিক আলীর পুত্র। গতকাল বুধবার বিকাল ৪টায় বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রমজান আলী ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সূত্র জানায়, স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী নিহার আক্তারের ঝুলন্ত লাশ নিজ ঘরের তীরের সাথে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। তবে তার পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। এসআই রমজান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। তবে হত্যা না আত্মহত্যা মেডিকেল রিপোর্ট পাওয়ার জানা যাবে। এ ঘটনায় ওই ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তার তার বার বার মুর্ছা যাচ্ছে।