মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন মোড় প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উল্লেখ্যযোগ্যদের মধ্যে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ আকুঞ্জি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মামনুর রশীদ, অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আবু জাফর, প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল আলম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, খাদ্য কর্মকর্তা খালেদ হোসাইন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানসহ বিভিন্ন স্কুল, কলেজের প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র/ছাত্রীবৃন্দ। র্যালী পরবর্তী বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্ববোধক গান, জাতীয় সংগীত, কবিতা আবৃতি, উপস্থিত অভিনয়, গল্পবলা ও শাপলা ফুল প্রতিযোগিতা অনুষ্টিত হয়। দেশাত্ববোধক ও জাতীয় সংগীত এ বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নাট্যকার ও সাংবাদিক মখলিছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা প্লাবন পাল, সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মামনুর রশীদ ও উপ-সহকারী উদ্বিদ সংরক্ষন অফিসার গোপেন্দ্র চন্দ্র দাস।