বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলদের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারকের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় বড়বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শরীফ উদ্দিন ঠাকুর বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়েরপাড়ার মৃত রফিক ঠাকুরের পুত্র।
জানা যায়, শরীফ ঠাকুর বানিয়াচং থানায় দায়েরকৃত তিনটি ধারার মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদ মোবারক ছাত্রদল নেতা শরীফ উদ্দিন ঠাকুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।