মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় গতকাল সোমবার সকালে বিশাল একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ আকুঞ্জি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, ব্র্যাকের এলাকা উন্নয়ন সমন্বয়কারী সুভাষ বাড়ৈ, আয়শা বেগম, সেক্টর স্পেশালিষ্ট নাজমুল হুদা, উপজেলা ট্রেইনার সেন্টু গমেজ, কর্মসূচী সংগঠক (ওয়াশ) মোঃ জালাল উদ্দিন।