প্রেস বিজ্ঞপ্তি ॥ বিগত শনিবার এক অনাড়ম্বর আয়োজনে সম্প্রীতি-সংহতী-সেবার মনোভাব নিয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০১ এর পথচলা শুরু করে। ব্যাচের লগো ডিজাইন করেন বন্ধু সৌমিত্র ভট্টাচার্য্য, স্লোগান প্রদান করে আরিফ তালুকদার এবং থিম তৈরি করে দেন মোঃ বায়েজিদ ইসলাম। লগো তৈরিতে বিশেষ সহযোগিতা করেন রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের সভাপতি অজয় কুমার কর তপু। এরপর পরই ব্যাচ ২০০১ এর বন্ধু লাভলু চন্দ্র দাশ এর কর্মস্থল টঙ্গীর ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জে তার তৈরি “মহানুভবতার দেয়াল” এ যুক্তরাজ্য প্রবাসী বন্ধু নাজমুল হক তুষারের উদ্যোগে এবং অন্যান্য প্রবাসীদের কল্যানে আগত শীতবস্ত্র প্রদান করা হয়। এই মহানুভবতার দেয়াল থেকে বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীরা যে যার পছন্দমত শীতবস্ত্র গ্রহন করেন। ব্যক্তিগত উদ্যোগে বন্ধু টিপু কুমার দেব এবং শুভজিৎ দেব বিভিন্ন বয়সের কাপড় প্রদান করেন। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র তালুকদার, সহকারি শিক্ষক রোজী বেগম, বাপ্পী রাণী দেব, নিলুফা আক্তার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল সাত্তার, বন্ধু ডাঃ গোলাম মোঃ মঈনউদ্দীন, সৌমিত্র শেখর দাশ এবং গণ্যমান্য অতিথিবৃন্দ। বন্ধু দীপন চৌধুরী আগামী বর্ষায় বিদ্যালয়ে বনজ চারা গাছ প্রদান, সৈয়দ ইশতিয়াক আহসান আগামী বছরের শুরুতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জ্যামিতি বক্স প্রদান এবং ডাঃ আলী আহসান চৌধুরী স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁতের চিকিৎসা প্রদানে সহায়তার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন ফাহাদ আফসার সোহান এবং নাবিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিদার মোঃ সিদ্দিকী ননি।