নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের মধ্য বাজারের গুরুত্বপূর্ন রাস্তা আর সিসি দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী এডিবির বিশেষ বরাদ্দ ২৫ লাখ টাকা ব্যয়ে এ উন্নয়ন প্রকল্পের আনুষ্টানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর সভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া, পৌর সভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, রিজভী আহমেদ খালেদ, কাউন্সিলর এটিএম সালাম, জাকিয়া আক্তার লাকি, সন্তোষ দাশ, ব্যবসায়ী গৌরাঙ্গ দাশ গুপ্ত, মৃদুল কান্তি রায়, বাদল বনিক, যুবরাজ কর, সুবিনয় কর, সুভাস বনিক প্রমূখ। ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স বিজ্ঞ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রিপু রাউত গৌরাঙ্গ জানান, ৩ সপ্তাহের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।