প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
গতকাল রবিবার দুপুরে শহরের সিনেমহল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে মুসলিম কোয়ার্টার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শামীমের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন, বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ, বানিয়াচং উপজেলা কৃষক দলের সেক্রেটারী জীবন আহমেদ লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল আলম চৌধুরী লোকমান, বিএনপি নেতা এডভোকেট মিজানুর রহমান খোকন। উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সমবায় সম্পাদক এম এ সালাম চৌধুরী, বিএনপি নেতা মুজিবুর রহমান, মর্ত্তুজ আলী, জেলা কৃষকদল নেতা আব্দুল জব্বার, আল আমিন, আফরাজ ইসলাম চৌধুরী, মাওলানা আবিদুর রহমান তালুকদার, খোরশেদ আলম, এসএম জহিরুল ইসলাম, নাসিম, সেলিম আহমেদ, রিপান চৌধুরী, আল আজাদ, হোসেন জাহেদ, আব্দুল কাদির, নজির মিয়া, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল হামিদ, রানা শাহ , আলী হোসেন, কায়েছ মিয়া, আবিদ মিয়া, আব্দুন নুর, মখলিছ মিয়া, আব্দুল হাই, নুরুজ্জামান চৌধুরী, কামাল মিয়া, উসমনা চৌধুরী, উজ্জল চৌধুরী, গিয়াস উদ্দিন, কবির মিয়া, আনোয়ার হোসেন, হাফিজ উদ্দিন, শাহেদ আলী, কবির মিয়া, হর কুমার, প্রদীপ দাস, এমরান হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ডাঃ সাখাওয়াত হোসেন জীবনসহ সকল রাজবিন্দদের মুক্তির দাবী জানান, অন্যথায় জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।