প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার পরিছন্নতা কর্মীদের বসবাসের ৩ টি কলোনীতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। রবিবার হবিগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় কলোনীগুলোকে কেন্দ্র করে অবৈধ মাদক ব্যবসা সংক্রান্ত অভিযোগের ব্যাপারে আলোচনা হলে পরিষদ এ সিদ্ধান্ত গ্রহন করে। পৌর পরিষদের মাসিক সভায় বক্তারা বলেন কলোনীগুলোতে অবৈধ মাদকের ব্যবসা পরিচালিত হওয়ার শহরের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এমনকি বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সাধারণ পৌরবাসীর পক্ষ হতে কলোনীগুলোতে মাদকের ব্যবসা বন্ধ করার দাবী আসার কারণে হবিগঞ্জ পৌরসভা আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় অবৈধ মাদকের বিরুদ্ধে শীঘ্রই ব্যাপক অভিযান পরিচলনার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার কাজে জড়িত নয় এমন পরিছন্নতাকর্মীদের পরিবর্তে প্রকৃত পরিছন্নতাকর্মীদের কলোনীর ঘর বরাদ্দ দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। পৌর পরিষদের মাসিক সভায় আসন্ন পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে দুই দিন অতিরিক্ত পানি সরবরাহের সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল ও পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদ।