স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ খোয়াইর নদীর বাধে সোহেল মিয়া (৩০) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাত করেছে কয়েকজন দুর্বৃত্ত। এতে তার পেটের নাড়িভূড়ি বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে সদর উপজেলার লস্করপুর গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র।
আহত সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সোহেল পশ্চিম ভাদৈ গ্রামে যায়। এ সময় সোহেল খোয়াইর বাধে যাওয়া মাত্র কয়েকজন তাকে ছুরি দিয়ে অর্তকিত আঘাত করে। পরে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন সদর হাসপাতালে এনে ভর্তি করে। খবর পেয়ে সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যান। তখন তার জবানবন্দি রেকর্ড করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়। এ নিয়ে মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।