বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে দেশীয় পণ্য ক্রয়ের আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সভা গতকাল শনিবার সকালে হিয়ালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেশীয় পণ্য ক্রয়ের আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান এড. জাহেদুল করিম মিয়াজী, বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, হিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, সিনিয়র শিক্ষক ইসহাক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওসি রাশেদ মোবারক তার বক্তব্যে বলেন, সকলের মধ্যে দেশীয় পণ্য ক্রয়ের আগ্রহ তৈরীর লক্ষ্যে ‘দেশীয় পণ্য ক্রয় আন্দোলন যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে। ছাত্র-ছাত্রীসহ আমন্ত্রিত দর্শকদের উদ্দেশ্য তিনি আরো বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংসহ সকল অপরাধ কার্যক্রমকে ঘৃণাভরে প্রত্যাখান করতে হবে। যেখানেই এসব অপরাধ সংঘটিত হবে। সেখানেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুলিশ এক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।