প্রেস বিজ্ঞপ্তি ॥ নেপালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা সম্প্রসারনের উদ্দেশ্যে অনুপ কুমার দেব মনার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল নেপাল গেছেন। গতকাল সকাল ১১ টায় বাংলাদেশ বিমানে শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে রওয়ানা দেন তারা। ৮ দিনের এ সফর কালে তারা নেপালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসার প্রসার ও শাখা খোলার ব্যাপারে সেখানকার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষন করবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রধান কার্য়ালয় থেকে তাদের প্রেরন করা হয়েছে। অনুপ কুমার দেব মনা সুন্দরবন কুরিয়ার সার্ভিস হবিগঞ্জ জেলা শাখার পরিচালক। সময়ের অভাবে তিনি কারো সাথে যোগাযোগ করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখিত। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছেন। আগামী ৯ এপ্রিল তিনি দেশে ফিরবেন।