নবীগঞ্জ প্রতিনিধি ॥ বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট নবীগঞ্জ শাখার পক্ষ থেকে গরীব ও অসহায়দের মধ্যে টিউবওয়েল বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার নবীগঞ্জের প্রতন্ত অঞ্চলের গরীব অসহায়দের মধ্যে বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট নবীগঞ্জ শাখার পক্ষ থেকে টিউবওয়েল বিতরণের শুভ উদ্ধোধন করা হয়। নবীগঞ্জ শাখার সভাপতি শেখ আলিফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মোঃ হুসাইন খাঁন এর পরিচালনায় বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট এর চেয়ারম্যান এ. কে আজাদ কনর এর উপস্থিতিতে শুরুতেই বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করেন মাওঃ আল হাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, ডাঃ আব্দুল আলিম, ইউপি সদস্য ফজললু করিম মিছবাহ, চ্যানলে এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, নুরুল আমিন, রাজু আহমদ, হুমাউন খাঁন, গ্রাফিক্স ডিজাইনার মনির হোসেন, জাহাঙ্গির আলম, দুলু মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে নবীগঞ্জে ৬টি টিউবওয়েল স্থাপনের শুভ উদ্ধোধন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে বাঙ্গালীদের উদ্যোগে বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট সংগঠনটি স্থাপিত হয়েছে লন্ডনের বার্মিংহামে। এ সংগঠনের লক্ষ ও উদ্দ্যেশে হলো বিশ্বের গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা করার।