প্রেস বিজ্ঞপ্তি ॥ “সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালি শেষে জে,কে, মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গঁনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য এবং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, জে, কে, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, শিক্ষক হুমায়ুন কবির, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসিমা আক্তার, ফুলন সূত্রধর। উক্ত দূর্নীতি প্রতিরোধ দিবসের র্যালীতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।