স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে পাওয়ানা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার কাছম আলীর সাথে পাওনা টাকা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার আজিজুল ইসলাম সর্দারের। এ নিয়ে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষে আলম (৪৯), আমিনা খাতুন (৪০), সুলতানা বেগম (৩২), রুমেন (১৮) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়।