প্রেস বিজ্ঞপ্তি ॥ অসুস্থতাজনিত কারনে স্বেচ্ছা অবসরে যাওয়ায় হবিগঞ্জ পৌরসভার কর্মচারী মোঃ শফিক মিয়ার দাবী পরিশোধ করছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে মোঃ শফিক মিয়ার হাতে গ্রাচুয়িটির এককালীন ৬ লাখ ৪ শ’ টাকার চেক তুলে দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। এছাড়াও ভবিষ্যত তহবিলের ১ লাখ ৭২ হাজার অর্জন করেন শফিক মিয়া। মোঃ শফিক মিয়া দীর্ঘদিন যাবত হবিগঞ্জ পৌরসভার পানি সরবরাহ শাখায় এমএলএসএস পদে চাকুরীরত ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থতাজনিত কারনে স্বেচ্ছা অবসরে গেলে তার এ দাবী পরিশোধ করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, সৈয়দা লাভলী সুলতানা, পৌর সচিব নুর আজম শরীফ ও উপসহকারী প্রকৌশলী আব্দুল কদ্দুস শামীম।