আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভারত থেকে পাচার করে আনা ৪৬ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারী কাউকে আটক করা যায়নি। গতকাল বুধবার ভোরে মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের মিশন লাইন এলাকা থেকে এ পরিমান মদ উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ রশিদ জানান, বুধবার ভোর রাতে তেলিয়াপাড়ার বিওপির নায়েব সুবেদার আফজাল হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার তেলিয়াপাড়ার সুরমা চা বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ মদ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।