মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেছেন-সুস্থ্য জাতি গঠনে আমাদের ভবিষ্যৎ প্রজম্মকে সুস্থ্য ও নিরাপদ রাখতে হবে। তাই আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে হবে। যাতে করে এ ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত সকল শিশু ভিটামিন ক্যাপসুল খেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বুধবার পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সাথে জড়িত মাঠকর্মী ও সুপারভাইজারদের এক ওরিয়েন্টেশন সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলকলি পৌর কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সাইফুল হক মৃধা, পৌর সচিব মোঃ ফারুক, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর আবুল বাশার, গোলাপ খান, সামসুল আলম, দুলাল খাঁ, হরিদাস রায়, ইশরাত জাহান ডলি, স্বপ্না পাল, সেনেটারী ইন্সেপেক্টার আব্দুল আলী, সনজিত বিশ্বাস, স্বরজিত রায় প্রমূখ।