স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহেদ গাজীকে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার জেলা যুবলীগ কার্যকরী কমিটির এক কর্মী সভায় তাকে এই পদে নিযুক্ত করা হয়।
হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী জানান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে আদালত থেকে রায় হয়। সোমবার তিনি আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অবিলম্বে মিথ্যা এই মামলা থেকে আতাউর রহমান সেলিমকে অব্যাহতি দিয়ে তার মুক্তির দাবি করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। কর্মীসভায় জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।