প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ণাঢ্য কলম সম্রাট আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন ফাযায়েলে বেরলভী (রহঃ) এর শততম উরস মোবারক উপলক্ষে গত মঙ্গলবার বিকাল ৩টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আ’লা হযরত কনফারেন্স সফল করায় আগত সকল শ্রোতা, অতিথিবৃন্দ, প্রশাসন, সাংবাদিক ও সহায়তাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফাউন্ডেশনের জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন। বুধবার দুপুরে ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কার্যালয়ে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃদ্বয় আরো বলেন, আগামী দিনগুলোতে আ’লা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জের আহ্বানে যত কর্মসূচি আসবে তা বাস্তবায়ন করতে সকল সুন্নিমনা মুসলমানদের প্রতি আহ্বান জানান।