মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার বলেছেন, শিশুর মানসিক বিকাশ ঘটাতে মা, বাবার ভূমিকাই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শিশুদের বেড়ে উঠার প্রথমস্তর যেহেতু পরিবার, অতএব পরিবারের সকল মানুষকেই শিশু সুরক্ষায় যতœশীল হতে হবে।
গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় শিশু কেন্দ্রীক দুর্যোগের ঝুঁকি হ্রাস শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ আকুঞ্জি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেট বিভাগের ইমার্জেন্সী অফিসার উম্মে কুলসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মোঃ শাহ পরান, উপজেলা শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান, এরশাদ আলী, আনোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, ফজলুর রহমান খান, আহাদ মিয়া, লুৎফুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ।