স্টাফ রিপোর্টার ॥ ঢাকা কাদরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক বলেন, আলা হযরত এমন একজন মনিষী যিনি ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য ছিলেন আশির্বাদ স্বরূপ। যার তীব্রধার লেখনীর মাধ্যমে এই উপমহাদেশের মুসলমানগণ বিট্রিশ শাসকদের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্তির পথ খোঁজে পেয়েছিল।
আলা হযরতের গ্রন্থাবলি অধ্যায়নের অনুরোধ জানিয়ে এই খ্যাতিমান উপাধ্যক্ষ বলেন, ইংরেজদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে উপ-মহাদেশের মুসলমানগণ যখন সামাজিক অধপনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন অর্থনৈতিক অবস্থার পতন ঘটতে শুরু হয়। ঠিক তখনই ইমাম আহমদ রেযা খাঁন (রহঃ) তার তীব্রধার লেখনীর মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক অধপতন রোধের পন্থা দেখিয়ে দেন। তাই সামাজিক অধপতন ও অর্থনৈতিক পতন রোধে আলা হযরতের গ্রন্থাবলি চর্চার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জের ব্যবস্থাপনায় চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান (রহঃ) এর ১০০তম উরস মোবারক উপলক্ষ্যে অনুষ্ঠিত আলা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (আরবি) আল্লামা ড. মোঃ জাফর উল্লাহ। তিনি বলেন, বর্তমান সমাজের মানুষ যান্ত্রিক হয়ে উঠছে। সবাইকে এই যান্ত্রিক জীবন থেকে ফিরে ইমাম আহমদ রেযা খান (রহঃ) রচিত বিভিন্ন গ্রন্থাবলি চর্চার পরামর্শ দেন। এই গ্রন্থাবলি চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার সম্ভব বলে তিনি মন্তব্য করেন। অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সফিউল আলম, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ হাবিব, আহলে সুন্নাত হবিগঞ্জের সভাপতি আল্লামা শাহ্ জালাল আহমদ আখঞ্জি, হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলানা গোলাম সরোয়ারে আলম, মাওলানা সাইফুল মোস্তফা, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আবুল খায়ের সানু, মাওলানা খায়রুদ্দিন, এডঃ সৈয়দ যাদিল উদ্দিন আহমেদ, মাওলানা মোজাহিদী, রশিদ তালুকদার, জাকারি আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, জহিরুল ইসলাম, সৈয়দ হাবিবুর রহমান জুনায়েদ, জামাল উদ্দিন, গোলাম মোস্তফা, বদরু রেজা সেলিম প্রমুখ।