স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ হল রুমে আয়োজিত ৬০০ জন শিক্ষার্থীর মাঝে এককালী বৃত্তির নগদ টাকা তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কদ্দুছ আলী সরকার।
বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, নুরুল আমিন ওসমান, শিরিন আক্তার, সদস্য মনির হোসেন খান, আশিক মিয়া, আব্দুল মুকিত, এডঃ সুলতান মাহমুদ, ছালেহা বেগম চৌধুরী, রওশনারা আক্তার লাখি, আলেয়া আক্তার, হিসাব রক্ষক রঞ্জন দেব, সিএ রিমন সরকার, মিলন হোসেন, মোশাহিদ আলী, আব্দুর রউফ খান প্রমূখ।