আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের দুর্ধর্ষ ডাকাত আলাউদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে ঢাকার ডেমরা এলাকার একটি কলোনি থেকে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলাউদ্দিন নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের নুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ডাকাতির চেষ্টা এবং চুরিসহ ৯টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়ে গতকাল মঙ্গলবার ভোর রাতে ঢাকার ডেমরা এলাকার একটি কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।