সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানীভাতা দ্বিগুন করা হবে-মেয়র গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা হতে পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানীভাতা দ্বিগুন করা হবে। গতকাল পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়কালে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ এ ঘোষনা দেন। সোমবার সকালে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে ওই মতবিনিময় সভায় বক্তব্যে মেয়র জি কে গউছ এ ঘোষণা দেন। তিনি বলেন আমি ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকে হবিগঞ্জ পৌরসভায় অনেক ভাল ভাল কাজের প্রচলন করেছি। এ সকল ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়ার ফলে সারা দেশে হবিগঞ্জ পৌরসভা ব্যাপক সুনাম অর্জন করে। এ সকল কর্মসূচীর মাঝে অন্যতম হলো হজ্ব প্রশিক্ষণ, দরিদ্র বালকদের জন্য সুন্নতে খৎনা, ইফতার মাহফিল, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বছরে দুটি ঈদে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীভাতা প্রদানসহ নানা কর্মসূচী।
সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছের হাতে পৌর এলাকার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সম্মানীভাতা চালু করার জন্য মেয়র আলহাজ্ব জি, কে গউছের ভূয়শী প্রশংসা করে আগামী ঈদে এ ভাতা দ্বিগুন করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, এ ঘোষনার প্রেক্ষিতে আগামী ঈদে ইমাম ও খতিবগনের সম্মানীভাতা ২ হাজার থেকে ৪ হাজারে এবং মুয়াজ্জিনগনের ১ হাজার হতে ২ হাজার টাকায় উন্নীত হবে। সভা শেষে হবিগঞ্জ পৌসভার অগ্রগতি, পৌরবাসীর কল্যাণ তথা দেশের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com