স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গলে ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ ৬ ডাকাতকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-মাধবপুরের নোয়াপাড়া এলাকার রুবেল মিয়া (৩০), বাহুবলের লস্করপুরের সুমন মিয়া (১৯), মিরপুরের শাহীন মিয়া (১৯), শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার আরিফ (১৯), কালীঘাট রোড এলাকার মো. উস্তার মিয়া ও সিন্দুরখান রোড এলাকার জামাল মিয়া (২০)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত ৩১ মার্চ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে ইউপি সদস্য নোয়েল আহমেদ এর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা নোয়েল আহমদের বাড়ির কেসি গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুই বছরের শিশু রাহি ও শাফির গলায় ছুরি ধরে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। পরে তারা সমস্ত চাবী নিয়ে আলমারির খোলে প্রায় ৯ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা, মোবাইল ফোন, ভিডিও ক্যামেরাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তাদের প্রতিবেশি আলকাছ মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে দেখতে পান নোয়েল মেম্বারের বাড়ির গেইট ও বারান্দার গ্রীল খোলা। গভীর রাতে তার গেইট ও দরজা খোলা দেখে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্র ডাকাতদল তাকে জড়িয়ে ধরে তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আলকাছ মিয়া মারা গেছে ভেবে ডাকাত দল ঘরের ভিতরে বাকী ডাকাতদের ডেকে নিয়ে পলিয়ে যায়। এ সময় ডাকাত দলের এক সদস্যের পকেট থেকে একটি পকেট টিসুর প্যাকেট পড়ে যায়। এই প্যাকেটের ভিতরে পাওয়া যায় ঐ ডাকাত সদস্যের একজনের ছবি ও ঠিকানা। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে আাটক করে। পরে শাহীনের স্বীকারোক্তি অনুযায়ী আরো ৫ ডাকাতকে আটক করে পুলিশ।