বানিয়াচং প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় গতকাল ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহকারী ভূমি কমিশনার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, বানিয়াচং স্কাউট সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।