ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামে একটি ঘরের গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশের সময় গ্রামবাসীর তৎপরতায় ডাকাত দলের হাত থেকে রক্ষা পেয়েছে একটি পরিবার। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের মাহমুদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উল্লেখিত সময় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের মাহমুদ মিয়ার বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাতদল হানা দেয়। এ সময় কলাপসিবল গেইটের তালা কেটে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক মাহমুদ মিয়া পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী বাড়ির প্রতিবেশীদের মোবাইল ফোনে ডাকাতদের হানা দেয়ার বিষয়টি জানান। পরে সদরঘাট ফকিরপাড়া গ্রামের ২৫-৩০ জন লোক ডাকাতদের কবল থেকে রক্ষা করতে মাহমুদ মিয়ার বাড়িতে দিকে আসতে থাকেন। পরে গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ফাঁকাগুলি ছুড়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে সকালে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে এবং ডাকাতদের ফেলে যাওয়া তালা ভাঙ্গা সরঞ্জাম উদ্ধার করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাটি সংঘবদ্ধ চুরি মনে হচ্ছে।