চুনারুঘাট প্রতিনিধি ॥ সাতছড়ি জাতীয় উদ্যানে একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যন আলহাজ্ব শামছ্ন্নুাহার চৌধুরী এ তক্ষকটি অবমুক্ত করেন। এসময় তার সাথে ছিলেন সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, হবিগঞ্জের রেঞ্জ অফিসার রেহান মাহমুদ, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, শামীম আহমেদ, বিট অফিসারসহ সাতছড়ি কর্মকর্তা কর্মচারী প্রমুুখ।
এর পূর্বে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ তক্ষকটি আটক করেন। এটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তিনি এটি উদ্ধার করেন।