স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের শিশু হাবিব হত্যা মামলার প্রধান আসামী স্বামী স্ত্রীকে আটক করেছে পিবিআই পুলিশ। গত শুক্রবার দুপুরে পিবিআই এর ওসি ফরিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নাছিরনগর জেলার ধরমন্ডল গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সিদ্দিক আলী (৫০) ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম (৪০) কে আটক করা হয়। গতকাল শনিবার তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।