প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন মন্ডপ পরির্দশন করেছে জাতীয় যুবসংহতি হবিগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ। বুধবার রাতে নেতৃবৃন্দ শহরের চৌধুরী বাজার সাবর্জনীন পূজা, নাতিরাবাদ, চিড়াকান্দি, গার্নিংপার্ক, দিয়ানত রাম সাহার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক দীলিপ বর্মন, সাংগঠনিক সম্পাদক রাইম আহমেদ, মোহিত মিয়া, অন্তর মিয়া, শাকিল মিয়া, কামরুল ইসলাম প্রমূখ। এ সময় নেতবৃন্দ পূজারীদের সাথে শারর্দীয় শুভেচ্ছা বিনিময় করেন।