প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জোন হবিগঞ্জের ঠিকাদার কল্যাণ সমিতি কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হোটেল শাম্পানে ঠিকাদার আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত সকল ঠিকাদারের সম্মতিতে আলহাজ্ব আব্দুর রহমানকে সভাপতি ও লায়ন মোঃ কবির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটি অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান, তজম্মুল হক চৌধুরী, মোঃ আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফি উল্লাহ, আবুল কাশেম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহির মিয়া, কোষাধ্যক্ষ হাজী আব্দুল হেকিম, প্রচার সম্পাদক আজিজুর রহমান ইকবাল, কার্যকরি কমিটির সদস্য নূরুজ্জামান চৌধুরী, মনসুর রশিদ কাজল, আব্দুল আলী, এনামুল মোহিত খান, মোতাহের হোসেন রিজু।