স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে দুই মোটরসাইকেলে সংঘর্ষে দুই আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন-কাকাইলছেও গ্রামের আব্দুল হালিমের ছেলে জাহেদ হোসেন (২২) ও একই এলাকার হরিতোষ দেবের ছেলে সাগর দেব (২৪)। তাদের পা ভেঙ্গে গেছে। পাঠনো হয়েছে ঢাকা পঙ্গু হাসপাতালে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আহতরা মোটরসাইকেলযোগে পূজা দেখার জন্য আজমিরীগঞ্জ যায়। রাত দেড়টার দিকে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে অপর আরেকটি মোটরসাইকেলের পিছন দিকে ধাক্কা দেয়। এ সময় জাহেদ হোসেন ও সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে প্রথমে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসায়। পরে তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।