প্রেস বিজ্ঞপ্তি ॥ গত চারদিনে বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন ও আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। এ সময় তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের আশির্বাদ কামনা করেন। পরিদর্শনকালে জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, সহ-সভাপতি তাজ উদ্দিন, জাতীয় ছাত্র সমাজের সাধারণ বিপ্লব চন্দ্র দেব, অপু আহমেদ রওশন, জাপা নেতা আঙ্গুর মিয়া, নাসিম আহমেদ জামাল, হাজী ময়না মিয়া, দিলীপ চন্দ্র বর্মন, হাবিবুর রহমান হবিব, খাজা মঈন উদ্দিন, শামীম মিয়া, সিরাজ মিয়া, মস্তু মিয়া, আনোয়ার মিয়া, হানিফ মিয়া, নুরুল আমীন, নোমান মিয়া, আব্দুল্লাহ ফারুক, রাজেশ রায়, তাপস দাস, রংকু বণিক প্রমূখ।