শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

বানিয়াচংয়ের সর্বস্তরের পূজারীদের সাথে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজার শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১ থেকে ১০নং ইউনিয়নের বিভিন্ন স্থানের পূজামন্ডপ পরিদর্শন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা কৃষক লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা। গতকাল সকাল থেকে রাত ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পূজামন্ডপ পরিদর্শনে যান এবং সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হুমায়ুন কবীর রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনা’র কারণে বাংলদেশের সকল ধর্মের মানুষজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের উৎসবগুলো পালন করতে পারেন। কিন্তু বিএনপি-জামায়াত ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে মানুষকে আতঙ্কিত করে রেখেছিল।
পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, সামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কৃর্ষি বিষয়ক সম্পাদক আজমান মিয়া, কৃষক লীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, আজিজুল হাকিম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ লাল মিয়া, বাণিয়াচং উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ-সভাপতি রফিক আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দিদার আহমেদ, চিত্ত রঞ্জন দাশ, গউছ মিয়া, সাবেক চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, বানিয়াচং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হবিগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি মনিরুল আলম বাছির, সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, কৃষক লীগ নেতা মোতালিব মিয়া, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্র দাশসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী। প্রসঙ্গত- হুমায়ুন কবীর রেজাকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন সহকারে তাকে স্বাগত জানান কর্মী ও সমর্থকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com