নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গত বুধবার মহাঅষ্টমী বিহিত পূজায় নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, গণসংযোগ সম্পাদক সলিল বরন দাশ, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, রাজীব কুমার রায়, অরবিন্দু বনিক, কনক চন্দ্র দাশ, সুমন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।