নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। গতকাল বুধবার মহাঅষ্টমী পুজার মন্ডপগুলো পরির্দশনকালে মন্ডপের সভাপতি/সম্পাদক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে আলমগীর চৌধুরী বলেন, আওয়ামীলীগ কখনও সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করে না। জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে তা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।