প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল নবীগঞ্জ জমিয়তের অস্থায়ী কার্যালয়ে আল্লামা রুহুল আমীন এর সভাপতিত্বে ও মাওঃ ওয়াজিদ আলীর পরিচালনায় কাউন্সিল সম্পন্ন হয়। সভায় আল্লামা রুহুল আমীনকে সভাপতি ও মাওঃ ওয়াজিদ আলীকে সেক্রেটারী করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ শায়েখ মুখলিছুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ছিদ্দিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতি আঃ হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ করিম আজহার, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওঃ তাফহিমুল হক প্রমূখ।