প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার বাংলাদেশ নম:শূত্র কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বানিয়াচং উপজেলার নোয়াবাদ এবং চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন ও দু:স্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি নীহার রঞ্জন বিদ্যারতœ সপ্ততীর্থ। প্রধান অতিথি ছিলেন, ব্যাকরণ তীর্থ প্রমথ সরকার। বিশেষ অতিথি ছিলেন, পরিষদের জেলা শাখার উপদেষ্টা জ্যোতির্ন্ময় দাস, সহযোগী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, সহ-সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা সুধাংশু সরকার, সাধারণ সম্পাদক সুনীল সরকার, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র সরকার বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিপ্লব মজুমদার, চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল সরকার ও সাগর সরকার। শেষে অসহায় নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।