নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠিত দুর্গাপূজা পরিদর্শন করেছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। গতকাল মঙ্গলবার মহা সপ্তমীর দিন দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিউড় আখড়া পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সহসভাপতি অসুক তরুণ দাস, বর্তমান সহসভাপতি রঙ্গ লাল রায়, গোবিন্দ জিউড় আখড়রার সাধারণ সম্পাদক বিধান চন্দ্র ধর, আখড়া পূজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, সাধারণ সম্পাদক দিপক পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাংগঠনিক বিবু আচার্য্য, আখড়া পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক লিটন দেবনাথ, গীতা পাঠক সঞ্জয় দাশ, অনজিত দাস, রশময় শীল, গুরুপদ দাস ময়না প্রমূখ।